বুধবার, ১৫ মে ২০২৪, ৩২ বৈশাখ ১৪৩১ , ৭ জিলকদ ১৪৪৫

শিক্ষা

এসএসসির ফল নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয়: শিক্ষাবোর্ড

নিউজজি ডেস্ক ২৮ এপ্রিল , ২০২৪, ২৩:৫৯:১৪

55
  • এসএসসির ফল নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয়: শিক্ষাবোর্ড

ঢাকা: সম্প্রতি ফেসবুকসহ অন্যান্য সামাজিকমাধ্যমে এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি সঠিক নয় বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (২৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা থেকে ইস্যু করা হয়নি। এসএসসির ফলাফলের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজ শেষ হলে ফলাফল প্রকাশের তারিখ ও সময় বোর্ডের ওয়েবসাইট এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন